ছবিঃ সীমান্তের আওয়াজ
ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৪নং শালখুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও লোকা হাই স্কুলের শিক্ষক স্বাধীন বিএসসি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বালু বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর দগ্ধতা সৃষ্টি হয়। পরে দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য পরিবারসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।