
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ২২ অক্টোবর ২০২৫
জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জয়পুরহাট-১ (পাঁচবিবি-জয়পুরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থীতাকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম।
তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জয়পুরহাটে ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক।”
সভায় জয়পুরহাট শহরের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকলে ধানের শীষের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বলা হয়, এই আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের কাছে বিএনপির নীতি-আদর্শ তুলে ধরতে হবে।

মতবিনিময় সভা শেষে একটি সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়, যার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
























