
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ বুধবার, ২২ অক্টোবর ২০২৫
২০ অক্টোবর সোমবার জয়পুরহাটের আক্কেলপুর সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত জনসভা শেষে আয়োজিত হয় এক বিশাল গণমিছিল। গণমিছিলটি জয়পুরহাট-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, সাবেক সচিব ও বিএনপি নেতা জননেতা আব্দুল বারী-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এই গণমিছিলে আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান ভিপি সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জনসভায় বক্তারা সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত, বিএনপির নেতৃত্বেই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
জনসভা শেষে মিছিলটি আক্কেলপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন বয়সী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিএনপির জনপ্রিয়তা মাঠে আছে এবং দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
























