ছবিঃ নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
২৩ অক্টোবর ২০২৫, ক্ষেতলাল (জয়পুরহাট):
তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক— এই আহ্বান জানিয়ে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো. আব্বাস আলীর পক্ষ থেকে ক্ষেতলাল পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডসহ উপজেলা হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের নেতা-কর্মীরা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান বাধন, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদ ইসলাম, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, বিএনপি নেতা রায়হান আলী, ইয়াছিন আলী, আব্দুর রহিম, লিটন মন্ডল, নুরুল ইসলাম নুরু, কাওসার, এসকে আকাশ, সিয়াম মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
গণসংযোগে অংশগ্রহণকারীরা বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন। তরুণ প্রজন্মের হাতে পরিবর্তনের সূচনা ঘটাতে হবে ব্যালটের মাধ্যমে।