
ছবিঃ সীমান্তের আওয়াজ
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
আসন্ন আলু ও সরিষা চাষের প্রস্তুতি নিতে আগাম সার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বাগজানা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ন্যায্য মূল্যে সার কেনার জন্য সকাল থেকেই সার ডিলার পয়েন্টে ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার মেসার্স মাহমুদুল হক সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করছেন। অন্য স্থানে বেশি দামে সার বিক্রি হওয়ায় কৃষকেরা ন্যায্য মূল্যে সার পেতে এখানেই বেশি ভিড় করছেন।
কৃষকরা বলেন, “এখনই সার না তুললে পরে দাম বাড়তে পারে। তাই আগে থেকেই সার কিনে নিচ্ছি।”
ডিলার মাহমুদুল হক জানান, সরকার নির্ধারিত মূল্যে সঠিক নিয়মে সার বিক্রি করা হচ্ছে এবং কোনো প্রকার অনিয়ম হচ্ছে না।
কৃষি কর্মকর্তারা বলেন, মৌসুম শুরু হওয়ার আগেই কৃষকদের এমন আগ্রহ আগামী চাষাবাদে ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে।


























