ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করেন জয়পুরহাট-১ (সদর - পাঁচবিবি) আসনের কান্ডারী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
২২ শে অক্টোবর বুধবার বিকেলে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বড়মানিক, শালপাড়া বাজার, মালিদহ, শিমুল তলী ও কড়িয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে কড়িয়া বাজারে পথসভা শুরু হলে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে, পথসভা জনসভায় পরিণত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুসুম্বা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, শালাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, জয়পুরহাট ১ আসনের মজলুম জননেতা আব্দুল গফুর মন্ডল। আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল।
আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব
সাবেক যুবদল নেতা রবিউল ইসলাম মাস্টার।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম, সহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।