
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ২৬ অক্টোবর ২০২৫
দিনাজপুরের হিলি সীমান্তবর্তী এলাকায় পান চাষের সম্প্রসারণ ও ফলন বৃদ্ধি পেলেও, বাজারে পান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চাষিরা চরম হতাশায় ভুগছেন।
হিলি অঞ্চলে পান চাষের উপযোগী আবহাওয়া ও জমির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ভালো হয়েছে। তবে, বাজারে পান বিক্রির পরিমাণ কম এবং দামও সন্তোষজনক নয়। ফলস্বরূপ, চাষিরা উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন।
পান চাষের জন্য প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া, শ্রমিক খরচ ও পরিবহন খরচও বেড়েছে। ফলে, পান বিক্রি করে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের কারিগরি সহায়তা প্রদান করছে। তবে, বাজারমূল্যের অস্থিতিশীলতা ও চাহিদার অভাব চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চাষিরা জানিয়েছেন, যদি পরিস্থিতি পরিবর্তন না হয়, তবে পান চাষে আগ্রহ কমে যেতে পারে। কিছু চাষি বরজ উঠিয়ে অন্য ফসলের দিকে মনোনিবেশ করার কথা ভাবছেন।
হিলির পান চাষিরা সরকারের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


























