
ছবিঃ সীমান্তের আওয়াজ
সীমান্তের আওয়াজ | স্টাফ রিপোর্টার | ২৫ অক্টোবর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষকদলের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাহিদ হোসেন মেম্বার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন লিটন, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওয়ান।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে থেকে কাজ করতে হবে। তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
























