০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হিলি পাবলিক স্কুলে কোরআনের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 52

ছবিঃ সীমান্তের আওয়াজ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৬ অক্টোবর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআনের ছবক পাঠ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্যপরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডি. এম. আলমগীর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, যুগ্ম সচিব সিকদার আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে ৬০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের কপি তুলে দেওয়া হয়। পাশাপাশি এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হিলি পাবলিক স্কুলে কোরআনের ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৬ অক্টোবর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআনের ছবক পাঠ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্যপরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডি. এম. আলমগীর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, যুগ্ম সচিব সিকদার আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে ৬০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআনের কপি তুলে দেওয়া হয়। পাশাপাশি এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।