
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাট, ২৮ অক্টোবর ২০২৫
এতিম শিশুদের দোয়া ও ভালোবাসা নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির নির্যাতিত ও নিপীড়িত নেতা, সাবেক সহ-সভাপতি এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় একাধিকবার কারাভোগ করা এ সংগ্রামী নেতা সম্প্রতি জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন।
গত রবিবার দুপুরে পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে অবস্থিত শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি অধ্যয়নরত এতিম শিশুদের খেলাধুলার জন্য একটি ফুটবল উপহার দেন। ফুটবল হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং গফুর মন্ডলের জন্য প্রাণভরে দোয়া করে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মোঃ আব্দুল্লাহ, সভাপতি আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গফুর মন্ডল বলেন,
“এতিম শিশুদের মুখের হাসিই আমার আগামী দিনের প্রেরণা। সমাজের প্রতিটি সম্পদশালী মানুষের উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো— তবেই মানবতা পরিপূর্ণ হয়।”
এতিমখানায় সংক্ষিপ্ত সময় কাটিয়ে গফুর মন্ডল পরে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাতের গাড়িতে রওনা হন।
























