০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী

  • প্রকাশের সময় : ১২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 106

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রববানী হিলি (দিনাজপুর): ২৯ অক্টোবর ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর ২০০৬ সালে লগি বৈঠার মিছিলের নামে দলীয় নেতা-কর্মীদের উপর তান্ডব চালিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে বন্দরের চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঐদিন বিকেল তিনটায় বন্দরের চারমাথা মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বাহির হয়ে বন্দরের সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে শেষ হয় এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র প্রার্থী মোঃ মীর শহীদ হোসেন, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান খান, আব্দুর রাজ্জাক সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা শহরে লগি বৈঠার মিছিলের নামে আমাদের জামায়াতের নেতা কর্মীদের উপর তান্ডব চালিয়ে প্রায় ১৪ জন দলীয় নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিচারের নামে দলীয় নেতা-কর্মীদের হত্যা করেছে তার সুষ্ঠ বিচার দাবি করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানান নেতারা। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী

প্রকাশের সময় : ১২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রববানী হিলি (দিনাজপুর): ২৯ অক্টোবর ২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর ২০০৬ সালে লগি বৈঠার মিছিলের নামে দলীয় নেতা-কর্মীদের উপর তান্ডব চালিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে বন্দরের চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঐদিন বিকেল তিনটায় বন্দরের চারমাথা মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বাহির হয়ে বন্দরের সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে শেষ হয় এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র প্রার্থী মোঃ মীর শহীদ হোসেন, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান খান, আব্দুর রাজ্জাক সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা শহরে লগি বৈঠার মিছিলের নামে আমাদের জামায়াতের নেতা কর্মীদের উপর তান্ডব চালিয়ে প্রায় ১৪ জন দলীয় নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিচারের নামে দলীয় নেতা-কর্মীদের হত্যা করেছে তার সুষ্ঠ বিচার দাবি করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার দাবি জানান নেতারা। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।