ছবিঃ সীমান্তের আওয়াজ
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাটঃ ৩১ অক্টোবর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে পার্থী ও ভোটারদের মাঝ উত্তাপ ছড়াচ্ছে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা যেমন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তেমন দলীয় মনোনয়ন প্রাপ্তরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জানাচ্ছেন নিজেদের নির্বাচনী ভাবনা। নিজেদের পক্ষে জনমত তৈরীতে চেষ্টা করে যাচ্ছেন।
জয়পুরহাট - ২ ( কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনয়ন পেয়েছেন মাও: মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ। তার নির্বাচনী ভাবনা কি? জানতে চাইলে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক রাজনীতি করেনা। তারা ইসলাম, দেশ ও মানবতার কল্যানে রাজনীতি করে। বিগত সময় যারা জয়পুরহাট - ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা এলাকার কাঠামোগত উন্নয়ন করলেও জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে তেমন কোন কাজ করেননি। অনেক ছোট ছোট সমস্যা যা জনজীবনে বড় ভুমিকা রাখে সেদিকে খেয়াল রাখননি। যদি আমি নির্বাচিত হতে পারি তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো। আমার এলাকার অর্থনীতি কৃষি নির্ভর। আমি কৃষকদের জীবনের মান উন্নয়নে, তাদের নায্যমূল্যে কৃষি উপকরণ, সার, কিটনাষক, পানির ব্যবস্থা করতে চাই। আমাদের ভাগ্য উন্নয়নে নেতা নয় নীতির পরিবর্তন আনতে হবে।
আমাদের সমাজে অনেকেই মনে করে ইসলামি দল ক্ষমতায় আসলে নারীরা ঘরবন্দী হয়ে পরবে। তারা বাহিরে স্বাভাবিক কাজ গুলো করতে পারবেনা। বোরকা ছাড়া বাহিরে বের হতে পারবেনা। এ ব্যপারে আপনার মত কি? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা মেয়েদের জন্য প্রতিবন্ধক হতে চাই না। আমরা নারী স্বাধীনতায় বিশ্বাস করি। বরং যেখানে তাদের অধিকার খর্ব হবে সেখানে আমরা তার পাশে থাকবো। আমরা মেয়েদের সর্বাত্মক সম্মান ও মর্যাদা দিতে চাই।
যুবাদের প্রসঙ্গে তিনি বলেন, আজকের যুবারা আমাদের আগামীর বাংলাদেশ। তাদের অনেকেই আজ মাদকাসক্ত হয়ে নিজের এবং দেশের ভবিষ্যৎ নষ্ট করছে। আমি মাদক মুক্ত জয়পুরহাট গড়তে কাজ করছি এবং করে যাব।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বি,এন,পি জামাত জোটের শাসনামল দেখেছে, আওয়ামী শাসন দেখেছে। এখন তারা নতুন দলের শাসন দেখতে চায়। তারা ১৭ বছর নিজেদের মতামত জানাতে পারেনি। এখন তারা ভোটের মাধ্যমে নিজেদের মতামতের ভিত্তিতে নতুন সরকার দেখতে চায়।
আমাদের ৫ দফা দাবীর ব্যাপারে আমরা আশাবাদী। আমরা মনে করি সরকার আমাদের দাবী মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী করণীয় ঠিক করবো।