ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১ নভেম্বর ২০২৫
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ০১ নভেম্বর শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা সমবায় অফিসের আয়োজনে কালাই উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়। র্যালি পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক তানভীর মোস্তফা, ইলিয়াছ উদ্দীন ও সমবায়ী একেএম ফজলুল হক, রতন মন্ডল, গুডনেইবারস সমবায় সমিতি লিঃ এর নাছিমা বেগম।
পরে সফল সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সমবায় অফিসের অফিস সহকারী হারুনুর রশীদ।