০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সারের অপচয় ও অব্যবস্থাপনায় মোবাইল কোর্টের অভিযান, দোকানিকে ৫০০০ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৫:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 156

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১ নভেম্বর ২০২৬

আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫)  বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসক জয়পুরহাট আফরোজা আক্তার চৌধুরীর নির্দেশে সদর উপজেলার ধারকি হাইস্কুল মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার বিশ্বাস।

অভিযান চলাকালীন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি সার ও কীটনাশকের দোকান পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, একটি দোকানের মালিক অসতর্কতার কারণে মূল্যবান সার নষ্ট করছেন। দোকানের মেঝেতে পানি জমে ছিল এবং সেই পানিতেই সার রাখা হয়েছে কোনো রকম সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই।

এ ধরনের অব্যবস্থাপনা ও কৃষকদের ক্ষতির আশঙ্কা বিবেচনায় দোকান মালিককে সতর্কতামূলকভাবে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা রোধে প্রশাসন কঠোর ভুমিকা রাখবে বলে জানা যায়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সারের অপচয় ও অব্যবস্থাপনায় মোবাইল কোর্টের অভিযান, দোকানিকে ৫০০০ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১ নভেম্বর ২০২৬

আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫)  বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসক জয়পুরহাট আফরোজা আক্তার চৌধুরীর নির্দেশে সদর উপজেলার ধারকি হাইস্কুল মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার বিশ্বাস।

অভিযান চলাকালীন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি সার ও কীটনাশকের দোকান পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, একটি দোকানের মালিক অসতর্কতার কারণে মূল্যবান সার নষ্ট করছেন। দোকানের মেঝেতে পানি জমে ছিল এবং সেই পানিতেই সার রাখা হয়েছে কোনো রকম সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই।

এ ধরনের অব্যবস্থাপনা ও কৃষকদের ক্ষতির আশঙ্কা বিবেচনায় দোকান মালিককে সতর্কতামূলকভাবে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা রোধে প্রশাসন কঠোর ভুমিকা রাখবে বলে জানা যায়।