
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ২ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলা কেন্দ্রিয় মডেল মসজিদ হলরুমে রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল- আক্কেলপুর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, সাবেক সচিব ও বিএনপি নেতা মোঃ আব্দুল বারীর সঙ্গে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বিএনপি নেতা মোঃ আব্দুল বারী। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন—মওদুদ আলম, যুগ্ম আহ্বায়ক, কালাই উপজেলা বিএনপি, সোহেল তালুকদার, আহ্বায়ক, কালাই পৌর বিএনপি, খালেদ মাসুদ আনজুমান, সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি, আরিফ ইফতেখার রানা, সাধারণ সম্পাদক, আক্কেলপুর উপজেলা বিএনপি, প্রফেসর আব্দুল আলিম, সভাপতি, ক্ষেতলাল পৌর বিএনপি, মোঃ রফিকুল ইসলাম চপল, সাবেক প্যানেল মেয়র ও নেতা, আক্কেলপুর পৌর বিএনপি।
বক্তারা বলেন, জয়পুরহাট-২ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
























