ছবিঃ সীমান্তের আওয়াজ
নিউজ রিপোর্টঃ ৫ নভেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও সাবেক সচিব আব্দুল বারীকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার অনুসারীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারে নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে দলের জন্য নিবেদিত, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা বলেন, “অতীত পাখির আগমন মানিনা, মানবো না।”
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন সময় অতিক্রম করেছেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অথচ তাকে বাদ দিয়ে হঠাৎ করে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দায়িত্বশীল সিদ্ধান্ত নয়।
এ সময় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।