০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

কালাইয়ে বিসমিল্লাহ হোটেল-১ ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৭:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 114

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ৬ নভেম্বর ২০২৫

স্বাস্থ্যবিধি না মানা, খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর অবস্থা এবং বাসি খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেল-১ কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হোটেলের খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করায় তা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইউএনও তাকে আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এছাড়াও অন্যান্য খাবার প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত খাদ্যপণ্য নিয়ে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।কোথাও স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

কালাইয়ে বিসমিল্লাহ হোটেল-১ ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ৬ নভেম্বর ২০২৫

স্বাস্থ্যবিধি না মানা, খাদ্য প্রস্তুত ও অস্বাস্থ্যকর অবস্থা এবং বাসি খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেল-১ কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হোটেলের খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং বাসি খাবার সংরক্ষণ করায় তা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইউএনও তাকে আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। এছাড়াও অন্যান্য খাবার প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত খাদ্যপণ্য নিয়ে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।কোথাও স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”