ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ১০ নভেম্বর ২০২৫
দীর্ঘ প্রায় ছয় বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ফল আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে আপেল আমদানি করছে বলে জানিয়েছে স্থানীয় সি অ্যান্ড এফ এজেন্ট কর্তৃপক্ষ।
গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ২৫ মেট্রিক টন আপেলবোঝাই ভারতীয় একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ আমদানি কার্যক্রমের সূচনা হয়। ব্যবসায়ীরা বলছেন, এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান দুটোই বাড়বে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় এজেন্ট মো. শাহিনুর ইসলাম শাহিন বলেন, “করোনা মহামারীর আগে শেষবার ভারত থেকে ফল আমদানি হয়েছিল। প্রায় ছয় বছর পর আবারও ফলের আমদানি শুরু হলো। কাস্টমস কর্তৃপক্ষ খুবই সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখছে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি শ্রমিকদেরও আয় বাড়বে।”
হিলি বন্দরের খুচরা ফল ব্যবসায়ী এনামুল হক বলেন, “বর্তমানে প্রতি কেজি আপেল ২৬০ টাকা, আনার ৪৮০ টাকা, কমলা ৩৬০ টাকা ও আঙুর ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন আমদানি শুরু হওয়ায় আপেলের দাম কিছুটা কমবে বলে আশা করছি।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান, "আমদানি করা আপেলের প্রতিমেট্রিক টনের মূল্য ৭০০ মার্কিন ডলারে এ্যাসেসমেন্ট করা হয়েছে। দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে কাস্টমস প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।”
বন্দরে দীর্ঘদিন পর ফলের ট্রাক প্রবেশে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।