ছবিঃ সীমান্তের আওয়াজ
ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বুধবার, ১২ নভেম্বর ২০২৫
চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার প্রতিবাদে নওগাঁর আত্রাই উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আশাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইটভাটার শত শত শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ করে দিলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে, আর তাদের পরিবার-পরিজন অনিশ্চয়তার মধ্যে পড়বে। তারা সরকারের কাছে অনুরোধ জানান, মানবিক বিবেচনায় অন্তত চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়া হোক।
মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইটভাটা মালিকরা চলতি মৌসুমে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন। এই অর্থ ব্যয় করা হয়েছে কাঁচামাল, শ্রমিকদের পারিশ্রমিক ও জমি ভাড়াসহ প্রস্তুতিমূলক কাজে। এখন ভাটা বন্ধ হলে ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়বে এবং কাঁচামাল নষ্ট হয়ে যাবে।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামতলী বাবু বলেন, “আমরা সরকারের সব নিয়ম মেনেই ইটভাটা পরিচালনা করছি। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার, কিন্তু সব ভাটা একসঙ্গে বন্ধ করা মানে হাজারো শ্রমিককে বেকার করে দেওয়া। আমরা সরকারের প্রতি অনুরোধ করছি, মানবিক দিক বিবেচনায় অন্তত চলতি মৌসুমে ভাটা চালানোর অনুমতি দিন।”
এসময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মীর সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মো. মমিনুল মিঠু, সদস্য মো. নাজমুজ্জামান ভূট্র ও শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
তারা অবিলম্বে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও বিনিয়োগের সুরক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।