ছবিঃ সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ১৩ নভেম্বর ২০২৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই নভেম্বর ) সন্ধ্যা ৭টায় জাঙ্গাল চারমাথা মোড়ে ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা মজিবর রহমান কান্দুর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সফল চেয়ারম্যান মাহবুব আলম মানিক।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবেনা,আমরা আপনাদের উন্নয়ন,নিরাপত্তা ও বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাই ধানের শীষের জন্য,আপনাদের প্রিয় প্রতীকের জন্য। বলেন,দল মত,ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে,বাংলাদেশের মধ্যে জিয়া পরিবার সবচাইতে বেশি নির্যাতিত,আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বগুড়া সহ সমগ্র বাংলাদেশে বেকারত্ব কমানোর জন্য নতুন কর্মসংস্থান তৈরি করবে,কৃষকদের উন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দ ও কাজ করবে বিএনপি,তিনি আরও বলেন বিএনপি কোনো নেতাকর্মী চাদাবাজি, সন্ত্রাসী ও অপকর্ম করলে তাদের ধরে বেধে রেখে আমাদের খবর দিবেন।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু, বিএনপির নেতা পিজুস কুমার মজুমদার,সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা,বিএনপির নেতা রাসেল মাহমুদ সবুজ, সাংগঠনিক সম্পাদক আইনুল হক,সহ-সভাপতি মুনসুর রহমান, সহ-সভাপতি বাবু মন্ডল , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল, যুবদলের সভাপতি আকরামুল আহসান শাহী,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ,ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহিলা দলের নেত্রী ইয়াসমিন আক্তার ।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষকদলের সভাপতি জুয়েল শেখ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, , ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম রহমান,তাঁতি দলের সভাপতি আব্দুল মান্নান, ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল মন্ডল, শাহাদাত হোসেন বিদ্যুৎ, ইমদাদুল মেম্বার, বিএনপির নেতা, আবদুল মজিদ, মোশাররফ হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হ্নদয় সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন রহমান, হারুন সরকার, আব্দুর রহিম সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। বৈঠকে বক্তারা উপস্হিতি এলাকাবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।