০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আক্কেলপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : ০৭:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 83

ছবিঃ সীমান্তের আওয়াজ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিচালিত এই ক্যাম্পে স্থানীয় শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা প্রদান করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুস সবুর, যিনি রোগীদের শারীরিক সমস্যা পর্যালোচনা করে ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে আসা রোগীদের মধ্যে আক্কেলপুরের রাজকান্দা ঠেংগাপুর গ্রামের ৬০ বছর বয়সী ফিরোজা বেগম জানান,
“হামি কোনদিন এলা পরিক্ষা করিনি। আক্কেলপুরে ফ্রি ডায়বেটিস পরিক্ষা হচ্ছে শুনে আইছি। পরিক্ষা করে দেখি ডায়াবেটিস আছে।”
তিনি বিনামূল্যে এ ধরনের সেবা পাওয়ায় ডায়াবেটিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে উল্লেখযোগ্য সংখ্যক রোগী অংশগ্রহণ করেন এবং সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও মানবিক সহায়তা হিসেবে মূল্যায়ন করেছেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আক্কেলপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৭:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিচালিত এই ক্যাম্পে স্থানীয় শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা প্রদান করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুস সবুর, যিনি রোগীদের শারীরিক সমস্যা পর্যালোচনা করে ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পে আসা রোগীদের মধ্যে আক্কেলপুরের রাজকান্দা ঠেংগাপুর গ্রামের ৬০ বছর বয়সী ফিরোজা বেগম জানান,
“হামি কোনদিন এলা পরিক্ষা করিনি। আক্কেলপুরে ফ্রি ডায়বেটিস পরিক্ষা হচ্ছে শুনে আইছি। পরিক্ষা করে দেখি ডায়াবেটিস আছে।”
তিনি বিনামূল্যে এ ধরনের সেবা পাওয়ায় ডায়াবেটিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে উল্লেখযোগ্য সংখ্যক রোগী অংশগ্রহণ করেন এবং সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও মানবিক সহায়তা হিসেবে মূল্যায়ন করেছেন।