০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: গোলাম রব্বানী

  • প্রকাশের সময় : ১১:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 36

ছবিঃ সীমান্তের আওয়াজ

শাজাহানপুরে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি প্রার্থী গোলাম রব্বানীর বক্তব্য

বগুড়া প্রতিনিধি: শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, ‘‘আমাদের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির যে অপবাদ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা কখনো বেহেস্তের টিকিট বিক্রি করি নি; বরং মানুষকে জানাই কীভাবে জীবন পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বেহেস্ত প্রদান করেন কেবল আল্লাহ তাআলা।’’

শুক্রবার সকাল ৯টায় শাজাহানপুরের আল্লামা ফকির আবদুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের সময় দেশের ধর্মীয় পরিবেশ চরমভাবে লাঞ্ছিত হয়েছে। তাফসির মাহফিলে আলেমদের হাতে থাকা মাইক কেড়ে নেওয়া ও অনুষ্ঠান বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে। তারা দেশ ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া অপতৎপরতা এখনও সক্রিয়। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে এবং সাধারণ মানুষকে সতর্ক করার দায়িত্ব নিতে হবে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘দেশের ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য ভাঙতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ঈমানী শক্তি নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’’

সভায় উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন।

এছাড়া উপস্থিত ছিলেন—মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ বাবু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খান, নায়েবে মুহতামিম মাওলানা আব্দুস সালাম, মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক শাহিদুল ইসলাম এবং গোহাইল ইউনিয়নের নায়েবে আমীর অধ্যাপক ইব্রাহিম হোসেন ফারুকী।

 

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: গোলাম রব্বানী

প্রকাশের সময় : ১১:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

শাজাহানপুরে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি প্রার্থী গোলাম রব্বানীর বক্তব্য

বগুড়া প্রতিনিধি: শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, ‘‘আমাদের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির যে অপবাদ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা কখনো বেহেস্তের টিকিট বিক্রি করি নি; বরং মানুষকে জানাই কীভাবে জীবন পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বেহেস্ত প্রদান করেন কেবল আল্লাহ তাআলা।’’

শুক্রবার সকাল ৯টায় শাজাহানপুরের আল্লামা ফকির আবদুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের সময় দেশের ধর্মীয় পরিবেশ চরমভাবে লাঞ্ছিত হয়েছে। তাফসির মাহফিলে আলেমদের হাতে থাকা মাইক কেড়ে নেওয়া ও অনুষ্ঠান বন্ধ করার মতো ঘটনাও ঘটেছে। তারা দেশ ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া অপতৎপরতা এখনও সক্রিয়। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে এবং সাধারণ মানুষকে সতর্ক করার দায়িত্ব নিতে হবে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘দেশের ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য ভাঙতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ঈমানী শক্তি নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’’

সভায় উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন।

এছাড়া উপস্থিত ছিলেন—মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ বাবু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খান, নায়েবে মুহতামিম মাওলানা আব্দুস সালাম, মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর অধ্যাপক শাহিদুল ইসলাম এবং গোহাইল ইউনিয়নের নায়েবে আমীর অধ্যাপক ইব্রাহিম হোসেন ফারুকী।