
ছবিঃ সীমান্তের আওয়াজ
৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন বাড়াতে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সাপাহারে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরির উদ্দেশ্যে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা জনগণের কাছে ৩১ দফার লিফলেট তুলে ধরেন এবং মোস্তাফিজুর রহমানকে নৌকা প্রতীক ছাড়াই জনতার এমপি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
এ সময় জননেতা মোস্তাফিজুর রহমান বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করেই গণতন্ত্রের পথ সুগম করা হবে এবং জনগণের আশা–আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা হবে।” উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহসভাপতি জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল), সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত রেজা, শিরন্টি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
























