
ছবিঃ দৈনিক সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে এক নজিরবিহীন শোডাউন করেছে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শুরু হওয়া এ শোডাউনে অংশ নেয় কমপক্ষে পাঁচ শতাধিক অটোরিকশা। শোভাযাত্রাটি হিচমী বাজার পর্যন্ত গিয়ে ঘুরে পুনরায় চিনিকল রোডে এসে শেষ হয়।
শোডাউনে অংশ নেওয়া যানবাহনগুলোর সামনে ঝোলানো ফেস্টুনে দেখা যায়—ধানের জমিতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ছবি, সঙ্গে লেখা ছিলো: “পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন”
এতে মনোনয়ন রিভিউর আহ্বান জানানো হয়।
শোডাউনের পুরো সময়জুড়ে বিভিন্ন স্থানে চালক ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। এতে এলাকায় মুহূর্তে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ে ছিলেন হাফ ডজনেরও বেশি প্রার্থী। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। কিন্তু মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের সমর্থকরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউয়ের দাবিতে এই শোডাউন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন মনে করছে, মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ভেতরে সৃষ্টি হওয়া অসন্তোষ এই শোডাউনের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি শান্ত রাখতে নেতৃবৃন্দ কী উদ্যোগ নেন, তা এখন দেখার অপেক্ষা।
























