০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সাপাহারে গৃহবধূকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • 67

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর (হরতকী) গ্রামে মোসাঃ ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ফাতেমা খাতুনের স্বামী মোঃ আলতাফুর রহমান (৩৮) শনিবার (১৫ নভেম্বর) সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় আলতাফুর রহমানের বসতবাড়ির খলিয়ানে তার ভাই মোঃ আব্দুর রহমান (৩৬)সহ অভিযোগে উল্লেখিত বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

আলতাফুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন তাদের বাধা দিতে গেলে লোহার রড দিয়ে ফাতেমা খাতুনের মাথা লক্ষ্য করে আঘাত করে। ফাতেমা খাতুন বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে আঘাতটি তার বাম হাতে লাগে, ফলে তার কনুই ও বাহুতে গুরুতর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৩নং ও ৪নং বিবাদী ফাতেমা খাতুনের বুকে, পিঠে, তলপেট এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। ৫নং বিবাদী মোসাঃ সেতারা খাতুন ফাতেমা খাতুনের চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মেরে জখম করে এবং পরিহিত কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ফাতেমা খাতুনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে সাপাহার থানা পুলিশ সূত্র জানা যায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

সাপাহারে গৃহবধূকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর (হরতকী) গ্রামে মোসাঃ ফাতেমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ফাতেমা খাতুনের স্বামী মোঃ আলতাফুর রহমান (৩৮) শনিবার (১৫ নভেম্বর) সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় আলতাফুর রহমানের বসতবাড়ির খলিয়ানে তার ভাই মোঃ আব্দুর রহমান (৩৬)সহ অভিযোগে উল্লেখিত বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

আলতাফুর রহমানের স্ত্রী ফাতেমা খাতুন তাদের বাধা দিতে গেলে লোহার রড দিয়ে ফাতেমা খাতুনের মাথা লক্ষ্য করে আঘাত করে। ফাতেমা খাতুন বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে আঘাতটি তার বাম হাতে লাগে, ফলে তার কনুই ও বাহুতে গুরুতর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ৩নং ও ৪নং বিবাদী ফাতেমা খাতুনের বুকে, পিঠে, তলপেট এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। ৫নং বিবাদী মোসাঃ সেতারা খাতুন ফাতেমা খাতুনের চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মেরে জখম করে এবং পরিহিত কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ফাতেমা খাতুনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ বিষয়ে সাপাহার থানা পুলিশ সূত্র জানা যায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।