
ছবিঃ দৈনিক সীমান্তের আওয়াজ
দিনাজপুরে কর্মী সমাবেশ করতে পারেনি জাপা
পুলিশি বাধায় পণ্ড জেলা কমিটির কর্মী সম্মেলন
দিনাজপুর প্রতিনিধি
শুক্রবার বিকেল ৩টা থেকে দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সম্মেলন শুরু হওয়ার আগমুহূর্তেই পুলিশ নেতাকর্মীদের মিলনায়তন থেকে বের করে দেয়। প্রশাসনের অনুমতি না থাকার অভিযোগে পুলিশ এ কর্মসূচি বন্ধ করে দেয়।
পুলিশি বাধা ও সম্মেলন পণ্ড
জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মেলন কক্ষে অবস্থান নেওয়ার আগমুহূর্তে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশ জানায়—জেলা প্রশাসনের অনুমতি না থাকায় কর্মী সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি।
কালিতলায় পথসভা ও জাপা নেতাদের বক্তব্য
সম্মেলন পণ্ড হওয়ায় পরে কালিতলার দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন।
শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্য
জাপা মহাসচিব বলেন— “তিন-চার মাস ধরে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। বাধা যত আসুক, আমরা আরও বেশি মানুষ নিয়ে আসব। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।”
তিনি আরও বলেন— “জাতীয় পার্টিকে ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের বাদ দিয়ে জোর করে ভোট দেওয়া হলে সেই ভোট নিকৃষ্ট ভোট হবে। আমরা রাজনীতি করি, জেল-জুলুমের জন্য প্রস্তুত।”
জাপার দাবি—‘জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’
শামীম হায়দার পাটোয়ারী বলেন— “জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন রাজনৈতিক শক্তি। নয়টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি। এখনো অনেকেই আমাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে চায়—কিন্তু তা সফল হবে না।”
পুলিশের বক্তব্য
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুরুজ্জামান বলেন— “জাতীয় পার্টি সম্মেলনের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিল। কিন্তু অনুমতি না থাকায় আমরা তাদের প্রোগ্রাম করতে দিইনি।”
























