০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁয় মালিক–শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : ১০:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • 120

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ১৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ জেলায় ইটভাটা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইটভাটা মালিক–শ্রমিক গ্রুপ। এতে জেলার ১১টি উপজেলার হাজারো মালিক ও শ্রমিক অংশ নেন।

চলতি মৌসুমে ইটভাটা বন্ধের নির্দেশনা জারির পর কাজ হারানোর আশঙ্কায় প্রতিবাদে দাঁড়ান শ্রমিক ও মালিকরা। তারা অভিযোগ করেন—ইটভাটায় কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন–জীবিকা এই সিদ্ধান্তে মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই চলতি মৌসুমে অন্তত ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইটভাটা মালিক মকলেছুর রহমান মক। বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে ই আলম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা জানান—ইটভাটা বন্ধ হয়ে গেলে গ্রামের বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে যাবে, তাদের পরিবার-পরিজন খাদ্যের অনিশ্চয়তায় পড়বে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বক্তারা বলেন, “আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করি। ইটভাটা হঠাৎ বন্ধ করে দিলে শ্রমিকদের জীবন-জীবিকা ভয়াবহ সংকটে পড়ে যাবে। তাই মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিতে হবে।”

মানববন্ধন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নওগাঁ সাদিয়া আরফিনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জানানো হয়—এই মুহূর্তে ভাটা বন্ধ হলে লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে এবং শ্রমিকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প টিকিয়ে রাখার লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁয় মালিক–শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ১০:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ১৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ জেলায় ইটভাটা বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইটভাটা মালিক–শ্রমিক গ্রুপ। এতে জেলার ১১টি উপজেলার হাজারো মালিক ও শ্রমিক অংশ নেন।

চলতি মৌসুমে ইটভাটা বন্ধের নির্দেশনা জারির পর কাজ হারানোর আশঙ্কায় প্রতিবাদে দাঁড়ান শ্রমিক ও মালিকরা। তারা অভিযোগ করেন—ইটভাটায় কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন–জীবিকা এই সিদ্ধান্তে মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই চলতি মৌসুমে অন্তত ইটভাটা পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইটভাটা মালিক মকলেছুর রহমান মক। বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে ই আলম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা জানান—ইটভাটা বন্ধ হয়ে গেলে গ্রামের বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে যাবে, তাদের পরিবার-পরিজন খাদ্যের অনিশ্চয়তায় পড়বে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বক্তারা বলেন, “আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করি। ইটভাটা হঠাৎ বন্ধ করে দিলে শ্রমিকদের জীবন-জীবিকা ভয়াবহ সংকটে পড়ে যাবে। তাই মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিতে হবে।”

মানববন্ধন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নওগাঁ সাদিয়া আরফিনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জানানো হয়—এই মুহূর্তে ভাটা বন্ধ হলে লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে এবং শ্রমিকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প টিকিয়ে রাখার লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।