০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে হোন্ডা সাইন ১০০ সিসির নতুন মডেলের ঝাঁকজমকপূর্ণ মহরত

  • প্রকাশের সময় : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • 219

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হোন্ডা সাইন ১০০ সিসি মোটরসাইকেলের নতুন মডেলের মহরত। শনিবার দুপুরে শহরের প্রধান সড়কের সিও কলোনী এলাকায় অবস্থিত এ ওয়ান ইমপেক্স শোরুম প্রাঙ্গণে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ওয়ান ইমপেক্সের স্বত্বাধিকারী শ্রী শ্যামল কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বাবু সুশান্ত কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুস ছালাম।

বক্তারা বলেন, হোন্ডার নতুন সাইন ১০০ সিসি মডেলটি উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স এবং কম জ্বালানি ব্যয়ের সমন্বয়ে তৈরি। নতুন মডেলটিতে আরামদায়ক রাইডিং পজিশন, আধুনিক সাসপেনশন ব্যবস্থা এবং আকর্ষণীয় ডিজাইন যুক্ত হওয়ায় এটি ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনটি রঙে উন্মোচিত মডেলটি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহারের উপযোগী বলেও জানান তারা।

মহরৎকে ঘিরে শোরুমে ক্রেতাদের জন্য ছিল বিশেষ মূল্যছাড়, টেস্ট-রাইডের সুযোগ এবং নানা উপহার কার্যক্রম। জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, বাইকপ্রেমী ও ডিলার প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

নতুন সাইন ১০০ সিসির ডিজাইন ও ফিচার দেখে মুগ্ধ হয়ে অনেক স্থানীয় ক্রেতা তাৎক্ষণিকভাবে বুকিং দেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে হোন্ডা সাইন ১০০ সিসির নতুন মডেলের ঝাঁকজমকপূর্ণ মহরত

প্রকাশের সময় : ১০:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হোন্ডা সাইন ১০০ সিসি মোটরসাইকেলের নতুন মডেলের মহরত। শনিবার দুপুরে শহরের প্রধান সড়কের সিও কলোনী এলাকায় অবস্থিত এ ওয়ান ইমপেক্স শোরুম প্রাঙ্গণে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ওয়ান ইমপেক্সের স্বত্বাধিকারী শ্রী শ্যামল কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট বাবু সুশান্ত কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুস ছালাম।

বক্তারা বলেন, হোন্ডার নতুন সাইন ১০০ সিসি মডেলটি উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স এবং কম জ্বালানি ব্যয়ের সমন্বয়ে তৈরি। নতুন মডেলটিতে আরামদায়ক রাইডিং পজিশন, আধুনিক সাসপেনশন ব্যবস্থা এবং আকর্ষণীয় ডিজাইন যুক্ত হওয়ায় এটি ইতোমধ্যেই গ্রাহকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনটি রঙে উন্মোচিত মডেলটি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহারের উপযোগী বলেও জানান তারা।

মহরৎকে ঘিরে শোরুমে ক্রেতাদের জন্য ছিল বিশেষ মূল্যছাড়, টেস্ট-রাইডের সুযোগ এবং নানা উপহার কার্যক্রম। জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, বাইকপ্রেমী ও ডিলার প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

নতুন সাইন ১০০ সিসির ডিজাইন ও ফিচার দেখে মুগ্ধ হয়ে অনেক স্থানীয় ক্রেতা তাৎক্ষণিকভাবে বুকিং দেন।