০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে সাপাহারে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • 88

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সাপাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আগামীকাল ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা অভিযুক্ত হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এ মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন বক্তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, রায়কে প্রভাবিত করতে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। যানবাহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা সরকারের প্রতি কঠোর হস্তে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দমনের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে সাপাহারে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ১০:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সাপাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আগামীকাল ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা অভিযুক্ত হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এ মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন বক্তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, রায়কে প্রভাবিত করতে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। যানবাহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা সরকারের প্রতি কঠোর হস্তে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দমনের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী রবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।