
ছবিঃ সংগৃহীত
স্টাফ রিপোর্টার: সোমবার ১৭ নভেম্বর ২০২৫
বগুড়ায় র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ পটকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ৩০ কেজি পটকা (আনুমানিক ৭,৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গানপাউডারসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বগুড়া শহরের মালতীনগর বকশি বাজার মোড়ে মোঃ শাহীনুর ইসলাম সজীব (৩৫)-এর মুদি দোকানে অভিযান চালানো হয়। দোকান থেকে ২৮ কেজি দেশীয়ভাবে তৈরি পটকা (প্রায় ৭,০০০ পিস) উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক শাহীনুর ইসলাম সজীব ও তার সহযোগী মোঃ খাইরুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দ্বিতীয় দফায় বগুড়া পৌরসভার ভাটকান্দি মধ্য পাড়ায় অভিযান চালিয়ে আরও ২ কেজি পটকা (প্রায় ৭০০ পিস) ও ৫৫০ গ্রাম গানপাউডারসহ মোঃ আব্দুল মালেক মন্ডল (৪৫) কে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি itel it5235 বাটন মোবাইল, ১টি Samsung Galaxy A54 5G স্মার্টফোন,২টি সিমকার্ড, নগদ ৩০,৩৬০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এসব বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য সরবরাহ করছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
























