
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার: সোমবার, ২৭ নভেম্বর ২০২৫
ঘোষিত রায়কে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সোমবার দুপুরে শহরে এক আনন্দ মিছিল বের করেন। দলীয় সূত্র জানায়, রায় ঘোষণার পরপরই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিমের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলটি বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং রায়ের প্রতি সমর্থন জানান। নেতাকর্মীরা বলেন, এই মিছিল তাদের রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে ও উচ্ছ্বাস প্রকাশ করে মিছিলকে স্বাগত জানায় বলে আয়োজকরা দাবি করেন।
মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা ফয়সল আলিম বলেন, রায়কে ঘিরে জনগণের সাড়া প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায়। তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
























