
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ নভেম্বর ২০২৫
অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষাকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে আজ ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিহরপুরে পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PUMDO) এর প্রধান কার্যালয়ে একটি ক্যাসকেড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি বাস্তবায়ন করে PUMDO এবং সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা IFES।
ট্রেনিংয়ে পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২০ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন। তাদের ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক অংশগ্রহণ সম্পর্কে দক্ষ করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন PUMDO’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার। প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ শাহাবুর রহমান, জেনারেল ম্যানেজার PUMDO; মোঃ রবিউল ইসলাম, উপজেলা সুপারভাইজার PUMDO; মোঃ আলম হোসেন, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী এবং আদুরী রানী—ফিল্ড ফ্যাসিলিটেটর, PUMDO।
প্রশিক্ষণের আলোচিত প্রধান বিষয়সমূহ ছিল—
নিবন্ধন ও পরিচয় পর্ব, প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা, অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাই, প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, উঠান বৈঠক পরিচালনার কৌশল, মক ভোটিং কার্যক্রম, পথনাটক প্রদর্শন, ভোট প্রদানের প্রস্তুতি, প্রশ্নোত্তর পর্ব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নির্বাচন ও ভোট প্রদান বিষয়ে নানা দিক সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। আয়োজক সংস্থা PUMDO জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আরও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ধারাবাহিকতা বজায় থাকবে।
























