০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে ৫৫তম গণপ্রকৌশল দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 48

ছবিঃ সীমান্তের আওয়াজ

পুলক সরকার, নিজস্ব প্রতিবেদক : ২৯ নভেম্বর, ২০২৫

“উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা সামনের সারির যোদ্ধা”—উল্লেখ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিরা দায়িত্ব পেলে কাঙ্ক্ষিত উন্নয়ন খুব দ্রুতই অর্জন করা সম্ভব।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ৫৫তম গণপ্রকৌশল দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী খান এবং সঞ্চালনা করেন প্রকৌশলী নাদিম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, “উন্নয়নের প্রতিটি স্তরে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন একটি জেলার সামগ্রিক উন্নয়নচিত্র পাল্টে দিতে পারে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী রাশেদুল আলম সবুজ,গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ আসাদ আলী খোন্দকার

বিল্ডিং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের স্বত্বাধিকারী প্রকৌশলী আব্দুর রহিম।বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের নৈতিকতা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—যা আরও শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে ৫৫তম গণপ্রকৌশল দিবস উদযাপিত

প্রকাশের সময় : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

পুলক সরকার, নিজস্ব প্রতিবেদক : ২৯ নভেম্বর, ২০২৫

“উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীরা সামনের সারির যোদ্ধা”—উল্লেখ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আব্দুল বাতেন বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিরা দায়িত্ব পেলে কাঙ্ক্ষিত উন্নয়ন খুব দ্রুতই অর্জন করা সম্ভব।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ৫৫তম গণপ্রকৌশল দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী খান এবং সঞ্চালনা করেন প্রকৌশলী নাদিম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাটের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, “উন্নয়নের প্রতিটি স্তরে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন একটি জেলার সামগ্রিক উন্নয়নচিত্র পাল্টে দিতে পারে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী রাশেদুল আলম সবুজ,গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ আসাদ আলী খোন্দকার

বিল্ডিং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের স্বত্বাধিকারী প্রকৌশলী আব্দুর রহিম।বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের নৈতিকতা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—যা আরও শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।