০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : ০৩:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 27

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২০ নভেম্বর ২০২৫

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল গণমিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘পরিবর্তন চাই, জয়পুরহাট-১ আসন’ লেখা ফেস্টুন ও হাতে ধানের শীষ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। মনোনয়ন পরিবর্তন করে জনসমর্থনসম্পন্ন নেতাকে প্রার্থী ঘোষণা করার দাবিও জানান তারা।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পাওয়ার পর জামায়াতপন্থী মহল উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের দাবি—বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবেন না, আর এতে সুবিধা পাবে জামায়াত। এমন পরিস্থিতিতে বিএনপির বিজয় নিশ্চিত করতে এ আসনে মনোনয়ন পরিবর্তন করা জরুরি বলে দাবি করেন ফয়সল আলিমের সমর্থকরা।

জানা যায়, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছয়জনের বেশি নেতা। এর মধ্যে ফয়সল আলিম এবং মাসুদ রানা প্রধান মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পেলেও অন্য প্রার্থীর সমর্থকরা তা মানতে নারাজ। এরই প্রতিবাদে ফয়সল আলিমের হাজারো কর্মী ও সমর্থকরা গণমিছিল করেন।

এছাড়া এর আগেও ১৪ নভেম্বর মনোনয়ন বাতিলের দাবিতে শোডাউন অনুষ্ঠিত হয়। মনোনয়ন ঘোষণার পরপরই পাঁচবিবিতে একই দাবিতে মিছিল করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৩:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২০ নভেম্বর ২০২৫

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল গণমিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘পরিবর্তন চাই, জয়পুরহাট-১ আসন’ লেখা ফেস্টুন ও হাতে ধানের শীষ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। মনোনয়ন পরিবর্তন করে জনসমর্থনসম্পন্ন নেতাকে প্রার্থী ঘোষণা করার দাবিও জানান তারা।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পাওয়ার পর জামায়াতপন্থী মহল উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের দাবি—বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবেন না, আর এতে সুবিধা পাবে জামায়াত। এমন পরিস্থিতিতে বিএনপির বিজয় নিশ্চিত করতে এ আসনে মনোনয়ন পরিবর্তন করা জরুরি বলে দাবি করেন ফয়সল আলিমের সমর্থকরা।

জানা যায়, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছয়জনের বেশি নেতা। এর মধ্যে ফয়সল আলিম এবং মাসুদ রানা প্রধান মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পেলেও অন্য প্রার্থীর সমর্থকরা তা মানতে নারাজ। এরই প্রতিবাদে ফয়সল আলিমের হাজারো কর্মী ও সমর্থকরা গণমিছিল করেন।

এছাড়া এর আগেও ১৪ নভেম্বর মনোনয়ন বাতিলের দাবিতে শোডাউন অনুষ্ঠিত হয়। মনোনয়ন ঘোষণার পরপরই পাঁচবিবিতে একই দাবিতে মিছিল করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।