
ছবিঃ সীমান্তের আওয়াজ
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায়
লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ ২০ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে বাক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বেধড়ো মারধর করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাবুল ও তার ছেলে নাজমুল ওই প্রতিবন্ধীকে কোমরে দড়ি বেঁধে শারীরিক নির্যাতন করেন। ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, চেচড়া গ্রামের মৃত আজাহার ও হামিদা বেগমের পালিত ছেলে ৪৭ বছর বয়সী প্রতিবন্ধী মামুনুর রশিদ মোহন প্রায় ১৫–১৬ বছর আগে পথভ্রষ্ট হয়ে এ এলাকায় চলে আসে। মানবিক কারণে হামিদা বেগম তাকে লালন-পালন করেন। মোহন প্রতিবন্ধী হলেও শান্ত স্বভাবের এবং এলাকার সবার পরিচিত মুখ। তাই তার ওপর এমন নির্মম নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রতনপুর চৌমুহনী বাজারের চা দোকানদার বাবু, স্থানীয় আরিফুল ও আব্দুর রহমান বলেন,
“মোহন সবার কথাই শুনে, কারও সঙ্গে ঝামেলা নেই। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোবাইল চুরির অজুহাতে তাকে যে ভাবে নির্যাতন করেছে—তার কঠোর শাস্তি হওয়া উচিত।”
এ বিষয়ে অভিযুক্ত বাবুল বলেন, “আমার একটি বাটন ফোন সে চুরি করেছে। ফেরত চাইতেই কোমরে দড়ি বেঁধে রেখেছিলাম। আমি শুধু একটা চড় দিয়েছি। ছেলে নাজমুল হয়তো একটু বেশি মেরেছে।”
এ ঘটনায় রাতেই বাবুল ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসীর সহায়তায় মোহন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, “নির্যাতনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চলমান তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতিবন্ধী মোহনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয়রা।
























