ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ নভেম্বর ২০২৫
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, পাতাখেলা ও হাড়িভাঙা খেলা দেখতে উপচে পড়া জনসমাগম হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে প্রায় ১০ হাজার নারী-পুরুষ ও শিশু দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পাশাপাশি ছিল বাউল সঙ্গীতের আয়োজনও।
বদলগাছী উপজেলা শ্রমিক দল ও কোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রথমে অনুষ্ঠিত হয় লাঠিখেলা। এরপর একে একে পাতাখেলা ও হাড়িভাঙা খেলা। বিশেষ করে পাতাখেলায় বিভিন্ন বয়সের খেলোয়াড়দের পাতা ওঠানো ও গামছা দিয়ে টানাটানির দৃশ্যে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ। সঞ্চালনা করেন শ্রমিক নেতা রিপন সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান গিটারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনও এসময় উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে খেলাগুলো উপভোগ করে তিন ক্ষুদে শিক্ষার্থী—মাহি, বৃষ্টি ও ফাতেমা—জানায়, “এত মজা হবে ভাবিনি, খুব ভালো লাগছে, আরও দেখা প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ও সোবহানসহ অনেকে বলেন, “প্রায় ৫-৭ বছর পর আবার গ্রামের মাঠে এমন খেলা হলো। ফজলে হুদা বাবুলের উদ্যোগে পুরনো দিনের মতো প্রাণ ফিরে পেলাম।”
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “গ্রামীণ আদি খেলাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। নতুন প্রজন্মকে এসব খেলা সম্পর্কে জানাতে ও ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।”