
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন—সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমন্বিত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। তারা বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত এ উদ্যোগে সাপাহার অঞ্চলে স্বাস্থ্যসচেতনতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
























