০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় জামায়াত মনোনীত পদপ্রার্থী’র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশের সময় : ১১:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 85

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫

নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিবের নেতৃত্বে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ২২ শে নভেম্বর সকাল ১০টার দিকে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের আমির ও এমপি পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। তিনি বলেন, ‘সব প্রতীক দেখা শেষ—দাঁড়িপাল্লার বাংলাদেশ। পিছিয়ে থাকা মান্দাকে মডেল মান্দা হিসেবে গড়ে তোলা হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।

বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। পুরো অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

নওগাঁয় জামায়াত মনোনীত পদপ্রার্থী’র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের সময় : ১১:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫

নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিবের নেতৃত্বে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ২২ শে নভেম্বর সকাল ১০টার দিকে মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের আমির ও এমপি পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। তিনি বলেন, ‘সব প্রতীক দেখা শেষ—দাঁড়িপাল্লার বাংলাদেশ। পিছিয়ে থাকা মান্দাকে মডেল মান্দা হিসেবে গড়ে তোলা হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।

বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। পুরো অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।