
ছবিঃ সীমান্তের আওয়াজ
রকি হোসেন, নওগাঁ প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৫
“শিক্ষকদের পেশা যে কোনো পেশার চেয়ে আলাদা—তাঁরাই যুগ পরিবর্তনের সত্যিকারের কারিগর।” পএ মন্তব্য করছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (৪৮) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।
গতকাল শনিবার দুপুরে মহাদেবপুরের সর্ববঙ্গমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার এমপিও ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুল বলেন, “শিক্ষকরা মানুষের মস্তিষ্ক গড়ে দেন—প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী, শিক্ষককে দেখলে তিনিও সম্মান জানান। অথচ যে দেশে একজন গাড়িচালকের বেতন ৩০ হাজার টাকা আর শিক্ষক পান ১০ হাজার টাকা—সে দেশ কখনোই উন্নত হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমি যদি নির্বাচিত হই, হয়তো একজন সাধারণ এমপি হবো। কিন্তু এ কথা দিচ্ছি—এই দুই উপজেলায় কোনো শিক্ষক কখনো অপমানিত হবেন না। কোনো রাজনৈতিক ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। কারণ আমিও একসময় শিক্ষকতা করেছি এবং রাজনীতিতে আসার আগেই শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি।”
তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানে উপবৃত্তি চালু করায় অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে শিক্ষক হয়েছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল অঙ্গীকারেই শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
সমাবেশে নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোকলেছুর রহমানের সভাপতিত্বে শিক্ষা অনুরাগী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।























