ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫
অদ্য ২৩ নভেম্বর ২০২৫ ইং পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PUMDO) ও আইএফইএস-এর সহযোগিতায় পাঁচবিবির হরিহরপুরে অবস্থিত পামডো প্রধান কার্যালয়ে ৩ নং ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় একটি দিনব্যাপী ক্যাসকেড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PUMDO’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার। প্রশিক্ষণ পরিচালনা করেন PUMDO’র জেনারেল ম্যানেজার জনাব মোঃ শাহাবুর রহমান। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী ও আদুরী রানী।
প্রশিক্ষণের আলোচ্য বিষয়সমূহ ছিল—
নিবন্ধন ও পরিচয় পর্ব, প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা, প্রত্যাশা যাচাই, প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা।