
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫
জয়পুরহাট-০২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক সচিব আব্দুল বারীর প্রার্থিতা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় প্রায় আধাঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, মাঠের কর্মী ও ত্যাগীদের মূল্যায়ন না করে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক বলেন,
“বিগত সময়ে প্রকৌশলী গোলাম মোস্তফা মাঠে ছিলেন, নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন। অথচ গত ১৫ বছর যাকে কখনো মাঠে দেখা যায়নি, তাকেই প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এ মনোনয়ন পূর্ণবিবেচনার দাবি জানাচ্ছি। দল আমাদের নেতার প্রতি সুবিচার করবে বলেই আশা করছি।”
বিক্ষোভ সমাবেশ শেষে নেতা–কর্মীরা পুনরায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যান।
























