
ছবিঃ সীমান্তের আওয়াজ
গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজই শক্তি—জয়পুরহাটে বিএনপি প্রার্থীদের বক্তব্য
স্টাফ রিপোর্টারঃ ২৫ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে বিএনপি মনোনীত জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের ধানের শীষ প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সচিব মোঃ আব্দুল বারী এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ ওহাব।
সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ গোলজার হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবসমাজই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ধানের শীষের বিজয়ে যুবদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
জয়পুরহাট-১ আসনের প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান বলেন, “এই নির্বাচনে জনগণ পরিবর্তনের সুযোগ খুঁজছে। আমরা জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছি।”
জয়পুরহাট-২ আসনের প্রার্থী মোঃ আব্দুল বারী বলেন, “প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
সভায় জেলা যুবদলের নেতাকর্মীরা নির্বাচনি প্রস্তুতি, মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থা এবং করণীয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
























