০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 38

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ২৫ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে দায়িত্ব গ্রহণের পরই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই জেলা প্রশাসক জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে মতামত শোনেন।

সভার আলোচনায় সাংবাদিকরা জেলার সার সংকট ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ, শহরের যানজট ও সড়ক দখল, সরকারি সার গুদামে অনিয়ম, নাগরিক সেবায় ভোগান্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকেরা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা জানান।

জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়ন ও জনসেবার অগ্রযাত্রায় গণমাধ্যমই আমাদের আয়না। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।” তিনি জানান, সার ইস্যুতে ইতোমধ্যে জেলার সকল ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনিয়ম ঠেকাতে নিবিড় মনিটরিং চালানো হবে।

তিনি আরও বলেন, “সেবামুখী প্রশাসন গড়ে তোলা, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই আমার মূল লক্ষ্য।” সাংবাদিকদের তুলে ধরা প্রত্যেকটি সমস্যার বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশের সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ২৫ নভেম্বর ২০২৫

জয়পুরহাটে দায়িত্ব গ্রহণের পরই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই জেলা প্রশাসক জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে জেলার চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে মতামত শোনেন।

সভার আলোচনায় সাংবাদিকরা জেলার সার সংকট ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ, শহরের যানজট ও সড়ক দখল, সরকারি সার গুদামে অনিয়ম, নাগরিক সেবায় ভোগান্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকেরা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা জানান।

জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়ন ও জনসেবার অগ্রযাত্রায় গণমাধ্যমই আমাদের আয়না। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।” তিনি জানান, সার ইস্যুতে ইতোমধ্যে জেলার সকল ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনিয়ম ঠেকাতে নিবিড় মনিটরিং চালানো হবে।

তিনি আরও বলেন, “সেবামুখী প্রশাসন গড়ে তোলা, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই আমার মূল লক্ষ্য।” সাংবাদিকদের তুলে ধরা প্রত্যেকটি সমস্যার বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।