

এ বি বাসু বাবু
মাগো তোমায় ছাড়া আজ বড্ড একা একা লাগে
বল মা কেন আমাকে ফেলে এভাবে চলে গেলে?
জানো মা কেউ আর বলেনা ছুটি আসবে কবে
যায় তবুও শুধু এ বুকের ভিতরটা হাহাকার করে।
মাগো খুব ইচ্ছে করে গেটে রয়ে মা বলে ডাকতে
আমার ডাকে তোমার কন্ঠে জান সোনা শুনতে।
মাগো তোমার শুন্যতার আহাজারি বুঝবে কে বল
তুমি ছাড়া যে আমার জীবন শত আলোতেও কালো।
জানো মা আজ তোমার ছেলে কেন অসহায়
তোমার মতো করে কেউ পাশে থাকেনা তাই।
মাগো কত শত বিপদ দিয়েছি পাড়ি তোমারী সাহসে
আজ আমি হয়েছি সাহস হারা শক্তিও নাই মনে।
মাগো না বলা কত কথা রয়েছে যে মোর মনে
যা আমাকে কাঁদায় মাগো প্রতিটা ক্ষণে ক্ষণে।
মাগো আজ আর লাগেনা ভালো মাঠে ফলা ফসল
তুমি থাকলে যা মনে হতো মা পুরো উৎসবমুখর।
মাগো তোমারী সাথে হারিয়েছি শান্তির অনুভুতি
তাইতো আর খূঁজিনা মাগো সুখ নামের পায়রাটি।
মাগো হেরে গিয়েছি আমি তোমারী অভিমানে
আজ আমি এক ব্যর্থ সন্তান মাগো এ ধরণীতে।
মাগো তোমার যত কষ্ট দুঃখ দেখেছি এ দুচোখে
খোদা তালার কাছে তার স্বাক্ষী হয়ে রব দাঁড়িয়ে।
জানো মা তুমি ছিলে যখন অকাতরে বিছানায় পড়ে কেঁদেছি তোমাকে চেয়ে আমার হায়াতের বিনিময়ে।
মাগো তোমার প্রতি ভালোবাসায় ছিলনা কমতি
তোমার জন্য নিজের জীবন দিতেও ছিল সম্মতি।
মাগো পারিনি বাঁচাতে তোমাকে এ ধরণীর বুকে
এ তোমার নিয়তি মাগো যা লিখেছে খোদা নিজে।
মাগো ভয় পেওনা তোমার ছেলে যবে আছে বেঁচে
চোখের পানি ছেড়ে কাঁদবে দাঁড়িয়ে তোমারী পাশে।
মাগো তোমার ছেলের চোখের পানি যাবেনা বিফলে
খোদা তাআলা নাজাত দিবেন এ আশা মোর হৃদয়ে।

























