
ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ ২৫ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর-৬ আসনে এই প্রথম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হাকিমপুরের হিলিতে নেতাকর্মী ও সমর্থকরা এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন দিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সমর্থনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতা–কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় দেড় হাজার মোটরসাইকেলের বিশাল বহর একসঙ্গে শোভাযাত্রা শুরু করে।শোডাউনটি হাকিমপুর উপজেলার ৩ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় সবার নজড় কেড়েছে।
শোভাযাত্রায় ধানের শীষের বিজয় চাই, জাহিদ স্যার এর সালাম নিন ধানের শীষে ভোট দিন সহ নানা স্লোগান সকল নেতাকর্মী ও সমর্থকদের মুখে। তিনটি ইউনিয়নের তৃনমূলের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শ্লোগানে শ্লোগানে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জমা হয় সকাল সাড়ে দশটার পর থেকে।
অন্য দিকে পৌর শহরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা হিলি বাজারের গোডাউন মোড়ে একত্রিত হয়ে সরকারি কলেজ মাঠে যুক্ত হয়। শোডাউনে জাতীয়তাবাদী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা নিয়ে অংশ গ্রহণ করে। সবার চোখে মুখে আনন্দের ও বিজয়ের ছাপ দেখা গেছে।মোটরসাইকেল শোভাযাত্রাকে স্বাগত জানায় বিভিন্ন রাস্তার মোড়ে ও হাটে বাজারে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দীর্ঘ ১৭ সতেরো বছর আমাদের দলীয় নেতা-কর্মীরা ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতন সহ্য করেছে। বিগত দিনে চার দলীয় জোটের নির্বাচনে এই আসন জামায়াতকে ছাড় দেওয়া হয়েছে। এবারে দিনাজপুর-৬ আসনে আমাদের সকল নেতাকর্মী ও সমর্থকদের পছন্দের প্রার্থী প্রিয় নেতা অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেনকে তথা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজকের মোটরসাইকেল শোডাউন সেই ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ। আমরা শতভাগ আশাবাদী এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হলে এই প্রথম আমরা আমাদের আসনে মন্ত্রী পাবো ইনশাআল্লাহ!
তিনি আরও বলেন, আজকের মোটরসাইকেল শোডাউনে প্রায় দেড় থেকে দুই হাজার মোটরসাইকেলের অংশ গ্রহণ দেখেই বোঝা যায়,হাকিমপুর হিলিতে ধানের শীষের প্রতি মানুষের ভালোবাসা কত গভীর।আজ প্রমাণ হয়েছে হাকিমপুর এর মাটি বিএনপির ঘাটি।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, আজকের শোডাউন ছিলো শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত ধানের শীষের প্রচার-প্রচারণাকে আরও বেগবান করতেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিজয়ের মুকুট পরিয়ে দেবে ইনশাআল্লাহ!
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ শোডাউনকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর বিএনপির এমন নজরকাড়া উপস্থিতি হাকিমপুর হিলির নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস যোগ করেছে।
























