০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 109

ছবিঃ সীমান্তের আওয়াজ

রিফাত হোসেন মেশকাত: আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এক ভিন্ন উদ্যোগে ঘোড়ার গাড়ি নিয়ে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া’ ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাবেদ ইকবাল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রটারী রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা সহ প্রমুখ।

প্রদর্শনীতে আসা পাখি ও কবুতরপ্রেমী আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমিন জানান-এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

রিফাত হোসেন মেশকাত: আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এক ভিন্ন উদ্যোগে ঘোড়ার গাড়ি নিয়ে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া’ ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাবেদ ইকবাল হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রটারী রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা সহ প্রমুখ।

প্রদর্শনীতে আসা পাখি ও কবুতরপ্রেমী আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমিন জানান-এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।