
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর ২০২৫
এসপি পদায়নের মতোই এবার দেশের থানাগুলোর অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগও লটারির মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপি পদায়নের যে লটারি হয়েছে, সেখানে কোনো মেধাবী কর্মকর্তা বঞ্চিত হয়নি। একই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে ওসিদেরও নিয়োগ দেওয়া হবে।
বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিয়োগেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। “যদি কেউ দুর্নীতি খুঁজে পান, প্রচার করুন—আমার বিরুদ্ধেও পেলে প্রচার করবেন,” মন্তব্য করেন তিনি।
সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এখনও বিদ্যমান উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্নীতি কমানো কঠিন হলেও সরকার তা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা না গেলেও তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।”
কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় সারের দাম আর বাড়বে না। কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করেন—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























