০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হরিহরপুরে আদিবাসী নারীদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 131

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিহরপুর পৌরসভায় আজ ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক একটি উঠান বৈঠক। পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর আয়োজনে এবং আইএফইএস-এর সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে মোট ২০ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, এবং ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী, আদুরী রানী প্রমুখ।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা উন্নয়ন এবং নারীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। আলোচনা ও প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল—

পরিচয় পর্ব, উঠান বৈঠকের উদ্বোধনী ঘোষণা, প্রত্যাশা যাচাই, কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, মক ভোটিং অনুশীলন, পথনাটক প্রদর্শন, ভোট প্রদানের প্রস্তুতি ও নির্দেশনা, প্রশ্নোত্তর পর্ব।

অংশগ্রহণকারী নারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করে এবং সঠিকভাবে ভোট প্রদানে উৎসাহিত করে। আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষত নারী ও আদিবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

হরিহরপুরে আদিবাসী নারীদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৬ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিহরপুর পৌরসভায় আজ ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ক একটি উঠান বৈঠক। পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর আয়োজনে এবং আইএফইএস-এর সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে মোট ২০ জন আদিবাসী নারী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, এবং ফিল্ড ফ্যাসিলিটেটর কৌশিক মালো, সুমি রানী, বিমল পাহান, সুমিত্রা রানী, আদুরী রানী প্রমুখ।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা উন্নয়ন এবং নারীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। আলোচনা ও প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল—

পরিচয় পর্ব, উঠান বৈঠকের উদ্বোধনী ঘোষণা, প্রত্যাশা যাচাই, কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, মক ভোটিং অনুশীলন, পথনাটক প্রদর্শন, ভোট প্রদানের প্রস্তুতি ও নির্দেশনা, প্রশ্নোত্তর পর্ব।

অংশগ্রহণকারী নারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করে এবং সঠিকভাবে ভোট প্রদানে উৎসাহিত করে। আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষত নারী ও আদিবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।