
ছবিঃ সীমান্তের আওয়াজ
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভুত করনের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের অফিস কক্ষের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন( বি, এন, এ) , জয়পুরহাট জেলা শাখা। এ সময় বি,এন,এ এর জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোছা: ফাতেমা খানম সাংবাদিকদের বলেন, আমরা নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আজ অবস্থান কর্মসূচি পালন করছি। ইতিপূর্বে প্রায় ১৪ মাস আগে আমাদের আন্দোলনের সময় মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবীগুলোর ব্যাপারে আশ্বাস দিলেও গত ১৪ মাসে এর কোন প্রতিফলন হয়নি। আমরা ইতিপূর্বে অনেক নায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের একটা স্বতন্ত্র অধিদপ্তর আছে, আমরা স্বাধীন ভাবে কাজ করার সক্ষমতা রাখি। এখন চক্রান্ত করে আমাদের অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে রুপান্তরিত করার চেষ্টা চলছে।
আমাদের পেশা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নোভেল বিজয়ী পেশা। আমরা জাতিকে আন্তরিক সেবার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে দিই। আজ আমাদের অধিদপ্তরকে বিলুপ্ত করে আমাদের গোলাম বানার প্রচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাক্ষান করছি। বি,এন,এ এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোছা: শাহানারা বেগম বলেন এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত কর্মসূচি। আমরা চাই আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে আলোচনা করে আমাদের এই যৌক্তিক দাবী গুলো মেনে নিয়ে তা বাস্তবায়ন করুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ আয়েশা সিদ্দিকা, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট, জয়পুরহাট।
৮ দফা দাবী সমূহ :
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
২. অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
৩. নার্সদের পরবর্তী উচ্চতর পদ গুলোতে ( ৯ম হতে ৪র্থ গ্রেড) ভুতাপেক্ষ ভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদোন্নতি দিতে হবে।
৪. অনতিবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদ ২টি কে অন্যান্য অধিদপ্তরের ন্যায় ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স মিডওয়াইফদের জন্য প্রফশনাল বিসিএস চালু করতে হবে।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রনয়ন করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধন বিহীন ভুয়া নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে।
৭. নার্স মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফাদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
























