০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পঞ্চগড় জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণা দিলেন ভিপি নূরের গণঅধিকার পরিষদ

  • প্রকাশের সময় : ০৮:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 86

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ জাহাঙ্গীর আলম, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৭ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পঞ্চগড় জেলায় প্রার্থী দিলেন গণঅধিকার পরিষদ।
পঞ্চগড় জেলা দুটি আসন নিয়ে গঠিত, তেতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারি তিন উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসন।বোদা ও দেবীগঞ্জ দুটি উপজেলা নিয়ে পঞ্চগড় ২ আসন।

পঞ্চগড় ১ আসনে মোঃ মাহাফুজার রহমান ও
পঞ্চগড় ২ আসেন আসাদুজ্জামান নূর আসাদ কে
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের হিসেবে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

পঞ্চগড় ১ আসনে মাহাফুজার রহমান, পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের, মোঃ আজিজুর সন্তান। মাহাফুজার রহমান বর্তমান পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন।

মাহাফুজার রহমান বলেন বিভিন্ন সময় পঞ্চগড়ের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সহ চা পাতা সিন্ডিকেট মেডিকেলের সুচিকিৎসা নিয়ে কথা বলেছি। পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ, ছাত্র, যুব ও শ্রমজীবী জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন,আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, চিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করব। সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই। শেষে তিনি পঞ্চগড়-১ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে যদি ট্রাক মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে জীবন বাজি রেখে আপনাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ

পঞ্চগড় ২ আসনে, আসাদুজ্জামান নূর আসাদ, দেবীগঞ্জ উপজেলা, টেপ্রীগঞ্জ বাজারের পাশে ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামের বাসিন্দা । তিনি মোঃ আইনুল হকের একমাত্র ছেলে।

আসাদুজ্জামান নূর আসাদ বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসাদুজ্জামান নূর আসাদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মোদি বিরোধী আন্দোলনে গ্রেরেফতার হোন পুলিশের ৫ দিন রিমান্ড শেষ দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন, এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে তার নামে, পাট কল- চিনি কল চালুর দাবীতে আন্দোলন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ জাতীয় সকল ইস্যুতে রাজপথে সক্রিয় ছিলেন।
যুগপৎ আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থানেও রাজপথে সক্রিয় ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায়ঃ আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ,এখানে বিএনপি,জামায়াত সহ অন্যান দলের প্রার্থীদের সাথে লড়াই করতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ কে সকলের ভালবাসায় মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে। ইনশাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ড্রাইভার ও হেল্পার গ্রেফতার

পঞ্চগড় জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণা দিলেন ভিপি নূরের গণঅধিকার পরিষদ

প্রকাশের সময় : ০৮:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ জাহাঙ্গীর আলম, পঞ্চগড় প্রতিনিধিঃ ২৭ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পঞ্চগড় জেলায় প্রার্থী দিলেন গণঅধিকার পরিষদ।
পঞ্চগড় জেলা দুটি আসন নিয়ে গঠিত, তেতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারি তিন উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসন।বোদা ও দেবীগঞ্জ দুটি উপজেলা নিয়ে পঞ্চগড় ২ আসন।

পঞ্চগড় ১ আসনে মোঃ মাহাফুজার রহমান ও
পঞ্চগড় ২ আসেন আসাদুজ্জামান নূর আসাদ কে
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের হিসেবে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

পঞ্চগড় ১ আসনে মাহাফুজার রহমান, পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের, মোঃ আজিজুর সন্তান। মাহাফুজার রহমান বর্তমান পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন।

মাহাফুজার রহমান বলেন বিভিন্ন সময় পঞ্চগড়ের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সহ চা পাতা সিন্ডিকেট মেডিকেলের সুচিকিৎসা নিয়ে কথা বলেছি। পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ, ছাত্র, যুব ও শ্রমজীবী জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন,আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, চিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করব। সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই। শেষে তিনি পঞ্চগড়-১ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে যদি ট্রাক মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে জীবন বাজি রেখে আপনাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ

পঞ্চগড় ২ আসনে, আসাদুজ্জামান নূর আসাদ, দেবীগঞ্জ উপজেলা, টেপ্রীগঞ্জ বাজারের পাশে ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামের বাসিন্দা । তিনি মোঃ আইনুল হকের একমাত্র ছেলে।

আসাদুজ্জামান নূর আসাদ বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসাদুজ্জামান নূর আসাদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মোদি বিরোধী আন্দোলনে গ্রেরেফতার হোন পুলিশের ৫ দিন রিমান্ড শেষ দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন, এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে তার নামে, পাট কল- চিনি কল চালুর দাবীতে আন্দোলন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ জাতীয় সকল ইস্যুতে রাজপথে সক্রিয় ছিলেন।
যুগপৎ আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থানেও রাজপথে সক্রিয় ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায়ঃ আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ,এখানে বিএনপি,জামায়াত সহ অন্যান দলের প্রার্থীদের সাথে লড়াই করতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ কে সকলের ভালবাসায় মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে। ইনশাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।